You are currently viewing আমি কিভাবে আমার লিনাক্স ভিপিএস সার্ভারের জন্য SSH পোর্ট পরিবর্তন করব?

আপনি যদি আপনার SSH পোর্টটি ডিফল্ট 22 রাখেন তবে Bots Attack স্বাভাবিক। আমরা আপনাকে ssh পোর্টটি অন্য কিছুতে পরিবর্তন করার পরামর্শ দিয়ে থাকি। অটোমেটিক স্ক্রিপ্ট এবং Bots গুলো এলোমেলো ভাবে সকল পরিচিত পোর্টগুলোতে সব পাবলিক আইপি এড্রেসগুলোতে এ্যাটাক করে থাকে। এবং বিভিন্ন ব্রুট ফোর্স মেথডে সেই সার্ভারগুলোতে লগ ইন করার চেষ্টা করে।
সুতরাং, SSH পোর্ট পরিবর্তন করার মাধ্যমে সেই স্ক্রিপ্টগুলোর জন্য আপনার ssh পোর্ট অনুমান করা কঠিন হবে এবং বেশিরভাগ কমন এ্যাটাক গুলো প্রতিরোধ করবে।

আপনার লিনাক্স সার্ভারের জন্য SSH পোর্টটিকে একটি নন-ডিফল্ট পোর্টে পরিবর্তন করতে নিচের পদ্ধতি অনুসরন করুনঃ

১. Root User হিসাবে SSH এর মাধ্যমে আপনার সার্ভারের সাথে কানেক্ট করুন।

২.  নিম্নলিখিত কমান্ডটি রান করুনঃ vi /etc/ssh/sshd_config (অথবা আপনি vi পরিবর্তে অন্য যে কোনো text editor ব্যবহার করতে পারেন)

৩. নিম্নলিখিত লাইনটি অনুসরণ করুন: # Port 22

৪. # সিম্বলটি রিমুভ করুন এবং আপনার কাঙ্ক্ষিত পোর্ট নম্বর দিয়ে 22 পরিবর্তন করুন।

৫.  নিম্নলিখিত কমান্ড দিয়ে sshd সার্ভিসটি Restart করুনঃ service sshd restart

এছাড়াও, আরো ভাল সিকিউরিটির জন্য আমরা CSF Firewall (যদি সম্ভব হয়) ব্যবহার করার পরামর্শ দিই। যদিও শুধু SSH পোর্ট পরিবর্তন আপনার সিকিউরিটির কোনো গ্যারান্টি দেয় না, অন্যান্য সিকিউরিটি ব্যবস্থার সাথে একত্রিত হলে এটি অবশ্যই সিকিউরিটির শক্তি বাড়িয়ে তুলতে পারে।

Read this content in English: How can I change the SSH port for my Linux VPS server?