You are currently viewing ডোমেইন অর্ডার করার পর কিভাবে এটি ম্যানেজ করব?

ডোমেইনে IRTP ট্রান্সফার লক Enabled দেখলে কি করা উচিত?

New Registration: আপনি যদি নতুন ডোমেইন রেজিস্টার করে থাকেন, তাহলে আপনি আপনার ডোমেইন ম্যানেজমেন্টে এই ম্যাসেজটি দেখতে পাবেন। এটি একটি নতুন রেজিস্টার করা ডোমেইনের জন্য একটি ডিফল্ট ট্রান্সফার লক। সকল নতুন ডোমেইনের রেজিস্টার তারিখ থেকে 60 দিনের মধ্যে ট্র্যান্সফার নিষিদ্ধ করা থাকে।
Contact Change: আপনি যদি ডোমেইন Contact Name বা ইমেইল এড্রেস পরিবর্তন করে থাকেন তবে পরবর্তী ৬০ দিনের জন্য ট্রান্সফার করা নিষিদ্ধ থাকবে।

এই দুটি কারণে IRTP ট্রান্সফার লকটি অটোমেটিকভাবে Enable হয়। এটি কোন অবস্থাতেই আপনার ডোমেইন ব্যবহারে বাধা দেয় না। ৬০ দিনের মধ্যে লকটি অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে এবং আপনার এখানে কোন কিছু করার প্রয়োজন নেই।

ID Protection কিভাবে ডোমেইনে অ্যাড করতে হয়?

 ID Protection সার্ভিস কী?

ID Protection Service ডোমেইনের জন্য একটি প্রাইভেসি সার্ভিস যা Public WHOIS রেকর্ডে, আপনার Contact Information হাইড করে রাখে। একে Whois গার্ড বা ডোমেইন প্রাইভেসি প্রোটেকশনও বলা হয়। আপনার ডোমেইন রেজিস্ট্রেশনে সঠিক ইনফরমেশন ব্যবহার করা প্রয়োজন। তবে মার্কেটার এবং স্প্যামার public WHOIS রেকর্ড থেকে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন পেতে পারে যেখানে সকল ডোমেইন রেজিস্ট্রেশনের ইনফরমেশন স্টোর করা থাকে। 

ID Protection সার্ভিস কী

Public WHOIS রেকর্ড থেকে আপনার Contact Information গোপন করতে আপনি আমাদের ID Protection Service টি ব্যবহার করতে পারেন। আপনি আপনার ডোমেইনের WHOIS ডাটা ইনফু এই লিংক থেকে দেখতে পারেন। 

ID Protection ডোমেইনে কিভাবে এড করতে হয়?

আপনার বিদ্যমান ডোমেইনের জন্য ID Protection Service টি কিনতে, অনুগ্রহ করে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ 

১। আইটি নাট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়ায় লগ ইন করে ড্যাশবোর্ড থেকে “Domains” সেকশনে ক্লিক করুন। অথবা বাম পাশের “Domains” ড্রপ ডাউন মেনু থেকে My Domains বাটনে ক্লিক করুন। 

অর্ডার করার পর কিভাবে ম্যানেজ করব

২। ডোমেইন লিষ্ট থেকে যে ডোমেইনে ID Protection নিতে চান তা সিলেক্ট করে থ্রি ডটস আইকনে ক্লিক করে Manage Domain বাটনে ক্লিক করুন।

অর্ডার করার পর কিভাবে এটি ম্যানেজ করব

৩। ডোমেইন ম্যানেজমেন্ট পেজ থেকে, ডান দিকের Manage অ্যাকশন বার থেকে “Addons” বাটনে ক্লিক করুন।

ID Protection কিভাবে ডোমেইনে অ্যাড করতে হয় e1633053305518

৪। এখানে, আপনি ID Protection অ্যাডন সার্ভিস disabled স্ট্যাটাস হিসাবে দেখতে পারেন। এখন আপনি  “Order” বাটনে ক্লিক করুন যেখানে ৳২০০ BDT/ $২.৫ USD মূল্য দেয়া আছে।

ID Protection ডোমেইনে কিভাবে এড করতে হয়

৫। অর্ডার নিশ্চিত করতে পরের পেইজ থেকে, “Buy Now for ৳200 BDT” বাটনে আবার ক্লিক করুন।

ID Protection ডোমেইনে কিভাবে অ্যাড করতে হয় e1633053343381

৬। তারপর আপনি ইনভয়েজ পেমেন্টের পেইজ দেখতে পাবেন। আপনার পছন্দের পেমেন্ট মেথডের মাধ্যমে ইনভয়েজটি পে করুন। পেমেন্ট নিশ্চিত হওয়ার পর আপনার ID Protection Service টি অটোমেটিকভাবে Active হবে

আপনার ডাটা প্রটেশনের জন্য এটি একটি ভাল পদক্ষেপ। অভিনন্দন! সার্ভিসটি Active হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে Whois Information আপডেট এবং আপনার ইনফরমেশন Hide হবে।

ID Protection কিভাবে রিমুভ করতে হয়?

ডোমেইনের ID Protection সার্ভিস রিমুভ করতে চাইলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

১। আইটি নাট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়ায় লগ ইন করে ড্যাশবোর্ড থেকে  “Domains” সেকশনে ক্লিক করুন। এরপর আপনার কাঙ্ক্ষিত ডোমেইন সিলেক্ট করে থ্রি ডটস আইকনে ক্লিক করে Manage Domain বাটনে ক্লিক করুন।

২। ডানপাশের ম্যানেজ অ্যাকশন বার থেকে “Addons” বাটনে ক্লিক করে ID Protection সার্ভিস ডিজেবল করতে “Disable” বাটনে ক্লিক করুন।

ID Protection কিভাবে রিমুভ করতে হয়

৩। ID Protection সার্ভিস রিমুভ নিশ্চিত করতে Confirm Cancellation বাটনে ক্লিক করুন। 

ID Protection রিমুভ করতে হয় e1633053392371

ক্যান্সেলেশন নিশ্চিত করার পর, ID Protection Service টি Disable হবে অর্থাৎ রিমুভ হবে। মনে রাখা জরুরি যে, এই সার্ভিস Disable করার পর Public WHOIS রেকর্ডে, আপনার ডোমেইন রেজিস্ট্রেশনের Contact Information সবাই দেখতে পাবে।

আমি কিভাবে আমার বর্তমান ডোমেইনের Contact Information পরিবর্তন করব?

একটি ডোমেইন নেম হলো একটি ওয়েবসাইটের পরিচয় এবং এটি রেজিস্টার বা ডোমেইন প্রোভাইডার থেকে কিনতে হয়। মূলত ডোমেইনের মালিক নিশ্চিত করতে, কোনো ডোমেইন কিনতে হলে contact information দিয়ে কিনতে হয়। একে WHOIS information বলা হয়। সবাই এই whois রেকর্ড থেকে ডোমেইনের মালিক বা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন  দেখতে পারে। যা আপনি কোন ডোমেইন কিনতে ব্যবহার করেছিলেন। আপনি যদি আপনার তথ্যটি দেখাতে না চান তবে আপনাকে একটি অ্যাডন সার্ভিস হিসাবে আইডি প্রটেকশন বা WHOIS প্রটেকশন সার্ভিস নিতে পারেন।
কোনো কারনে যদি আপনার ডোমেনের contact details পরিবর্তন করতে হয়। তবে আপনি ক্লায়েন্ট এরিয়া থেকে এটি খুব সহজেই করতে পারেন। 

১. প্রথমে আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগইন করে ড্যাসবোর্ড থেকে Domains সেকশনে ক্লিক করুন। 

২. ডোমেইন লিষ্ট থেকে যে ডোমেইনে contact details পরিবর্তন করতে চান তা সিলেক্ট করে থ্রি ডটস আইকনে ক্লিক করে Edit Contact Information বাটনে ক্লিক করুন। অথবা Manage Domain থেকে ডানপাশের অ্যাকশন মেনু থেকে Edit Contact Information বাটনে ক্লিক করুন। 

Contact Details কিভাবে পরিবর্তন করতে হয়

৩. পরের পেইজে, আপনার ডোমেইনের বর্তমান Contact Details গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার তথ্য পরিবর্তন করতে পারেন এবং Admin, Tech এবং Billing Contact এর জন্য  আলাদা আলাদা করে Contact Details আপডেট করতে পারেন। যদিও এটি খুব কমই ব্যবহৃত হয়।

৪. আপনার প্রয়োজন অনুযায়ী ইনফরমেশন পরিবর্তন করার পর শেষে Save Changes বাটনে ক্লিক করলে একটি সাকসেস ম্যাসেজ দেখতে পাবেন এবং আপনার whois Information পরিবর্তন হবে। WHOIS Information সঠিকভাবে আপডেট করতে সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এখন আপনার ডোমেইনের কোনো তথ্য পরিবর্তন করতে চান তবে প্রক্রিয়াটি অনুসরণ করে পরিবর্তন করতে পারেন।

নোট: আপনি আপনার ইমেইল এবং কন্ট্যাক্ট নাম্বর ছাড়া আপনার ডোমেইনের সকল WHOIS তথ্য পরিবর্তন করতে পারবেন। এবং WHOIS Information পরিবর্তন করতে আপনার উভয় ইমেইল ভেরিফাই করার প্রয়োজন হবে। এরজন্য আপনার ইমেইলের ইনবক্স বা স্প্যাম বক্স চেক করে ভেরিফাই ইমেইল ওপেন করে ভেরিফাইড করে নিতে পারে। আপনি যদি ইমেইল ভেরিফাই না করেন তবে আপনার দেয়া নতুন তথ্যগুলো পরিবর্তন হবে না। 

Read this content in English: How To Manage Domain After I Have Ordered It?