You are currently viewing প্রাইভেট নেমসার্ভার কিভাবে সেটআপ ও ম্যানেজ করতে হয়?

ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করার কাজটি করে থাকে নেমসার্ভার। ওয়েবসাইটের নাম অর্থাৎ ডোমেইন নাম লিখে যখন ব্রাউজারে আমরা ভিজিট করি, তখন আমাদের ব্রাউজারে সর্বপ্রথম সেই ডোমেইন নেমসার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করে। ডোমেইন নেমসার্ভার তখন ডোমেইন নেম থেকে IP তে কনভার্ট করে ওয়েবসাইটের সার্ভারের সাথে আমাদের ব্রাউজার কানেক্ট করে দেয়। ফলে ওয়েবসাইট টি লাইভ হয়। আপনি আপনার হোস্টিং প্রোভাইডার দেয়া নেমসার্ভার ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি রিসেলার হোস্টিং নিয়ে নিজে দেয়া নেম সার্ভার ব্যবহার করে ব্রান্ডিং করতে চান, সেটিও করতে পারবেন। সে ক্ষেত্রে নেমসার্ভার টি আপনার নিজের ডোমেইন দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনার যে কোনো ডোমেইন বা আপনার কাস্টমারের ডোমেইনে সেই নেমসার্ভার ব্যবহার করতে পারবেন। Private Nameserver কে Child Name Server বা Custom Nameserver ও বলা হয়ে থাকে।

Private Nameserver কিভাবে সেটআপ করতে হয়?

কোন হোস্টিং প্রভাইডার থেকে হোস্টিং বা সার্ভার নিলে তারা একটি আইপি এড্রেস দিয়ে থাকে। আপনি এই আইপি দিয়ে প্রাইভেট নেমসার্ভার তৈরি করে নিজের ডোমেইন নামের ব্রান্ডিং করতে পারেন। নিচের সহজ কিছু ধাপ অনুসরন করে আপনি প্রাইভেট বা চাইল্ড নেমসার্ভার তৈরি করতে পারেন।

১. এরজন্য, প্রথমে আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেলে বা IT Nut Hosting ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করে ড্যাসবোর্ড থেকে Domains সেকশনে ক্লিক করুন। অথবা বামপাশের Domains ড্রপ ডাউন মেনুবার থেকে My Domains বাটনে ক্লিক করুন। 

নেমসার্ভার সেটআপ ও ম্যানেজ করতে হয় কিভাবে

২. আপনি যদি একাধিক ডোমেইন আইটি নাট হোস্টিং থেকে ক্রয় করে থাকেন তবে তার লিস্ট এখানে দেখতে পাবেন। যে ডোমেইনের জন্য প্রাইভেট নেম সার্ভার সেট করতে চান তার পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে Manage Domain বাটনে ক্লিক করুন। 

নেমসার্ভার কিভাবে সেটআপ ও ম্যানেজ করতে হয়

৩. এখন ডান পাশের অ্যাকশন মেনুবার থেকে Private Nameservers বাটনে ক্লিক করুন।

প্রাইভেট নেমসার্ভার সেটআপ ও ম্যানেজ করতে হয়

পরবর্তী পেইজে, নতুন প্রাইভেট নেমসার্ভার তৈরি, মডিফাই এবং ডিলিট করার জন্য তিনটি অপশন দেখতে পারবেন। 

কিভাবে নতুন Private Nameserver তৈরি করতে হয়?

নিচের দেয়া ধাপগুলো অনুসরন করে আপনার ডোমেইন দিয়ে কাস্টম নেমসার্ভার তৈরি করতে পারেন। 

১. এর জন্য, Register a NameServer Name সেকশনের  Nameserver টেক্স বক্সে nameserver prefix টাইপ করুন। অর্থাৎ আপনার ডোমেইন নেম যদি হয় netkotha.com তবে এই ডোমেইনের প্রাইভেট নেমসার্ভার সেট করতে এই বক্সে টাইপ করতে পারেন ns1 বা ns2 আপনার ডোমেইননেম টাইপ করার প্রয়োজন নেই।

নতুন Private Nameserver তৈরি করতে হয়

২. এরপর IP Address টেক্স বক্সেআপনার সার্ভার বা হোস্টিং বা  সিপ্যানেলের আইপি দিয়ে Save Changes বাটনে ক্লিক করুন।  আপনার দেয়া নেমসার্ভার সেট হলে একটি সাকসেস ম্যাসেজের মাধ্যমে দেখতে পাবেন। আপনি যদি একাধিক নেমসার্ভার তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ধাপগুলো অনুরুপভাবে পুনরায় করুন। 

৩. Private Nameserver তৈরি করার পর, হোস্টিং কন্ট্রোল প্যানেল বা সিপ্যানেল থেকে সেই নেমসার্ভার দুটোর জন্য আপনার ডোমেইন টির দুটি A Record তৈরি করতে হবে। অর্থাৎ, ns1.yourdomain.comns2.yourdomain.com দিয়ে দুটি A Record যোগ করতে হবে এবং সেখানে IP Address হিসেবে আপনার হোস্টিং বা সার্ভার এর IP Address টি দিতে হবে। আপনার হোস্টিং যদি IT Nut Hosting এ থেকে থাকে তবে আপনি A Record অ্যাড করার জন্য এই গাইডলাইন টি দেখতে পারেন। 

কিভাবে Private Nameserver মডিফাই করতে হয়?

আপনি যদি প্রাইভেট নেমসার্ভার ব্যবহার করেন এবং কোনো কারনে যদি সার্ভারের IP পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে আপনাকে প্রাইভেট নেমসার্ভারের IP পরিবর্তন করে নিতে হবে, নয়তো সাইট ডাউন হয়ে যাবে।
হোস্টিং প্রোভাইডারের নেমসার্ভার সাধারনত একাধিক সার্ভারে Assign করা থাকে, তাই রিডান্ডেন্ট হয় অর্থাৎ একটি সার্ভার Down হলেও DNS Server কাজ করে। কিন্তু আপনার Private Nameserver সেটআপ করার মাধ্যমে আপনি যেহেতু ১ টি আইপি এড্রেসকেই আপনার DNS Server হিসেবে ব্যবহার করছেন, কোনো কারনে সেই সার্ভার যদি কিছু সময়ের জন্য ডাউন হয় তাহলে আপনার DNS Records গুলো কোনোটিই কাজ করবে না। অর্থাৎ রিডান্ডেন্সি পাবেন না।
Modify a NameServer IP সেকশন থেকে আপনার তৈরি নেম সার্ভার নাম ও আইপি  আপডেট বা মডিফাই করতে পারেন।

১. এরজন্য, Nameserver টেক্স বক্সে nameserver prefix টাইপ করুন। Current IP Address টেক্স বক্সে আপনার পূর্বের সেট করা আইপি এড্রেস টি দিন।

Private Nameserver মডিফাই করতে হয়

নোটঃ যদি নেমসার্ভার জন্য আপনার ডোমেইন টির DNS Manager থেকে A Record তৈরি থাকেন তবে সেখানে থেকেও তা ডিলিট করে নতুন আইপি দিয়ে নতুন করে A Record তৈরি করতে হবে।

কিভাবে Private Nameserver ডিলিট করতে হয়?

আপনার তৈরি করা প্রাইভেট নেমসার্ভার প্রয়োজন না হলে বা ভূল করে তৈরি হয়ে গেলে আপনি চাইলে তা  খুব সহজেই ডিলিট করতে পারেন।

১. এরজন্য, Delete a Nameserver সেকশন থেকে আপনি যে প্রাইভেট নেমসার্ভার ডিলিট করতে চান তা Nameserver টেক্স বক্সে দিন এবং Save change বাটনে ক্লিক করুন। 

Private Nameserver ডিলিট করতে হয়

২. একটি সাকসেস ম্যাসেজের মাধ্যমে দেখতে পাবেন যে, আপনার নেমসার্ভার টি ডিলিট হয়েছে। নেমসার্ভারের জন্য যদি আপনার ডোমেইনটির DNS Manager থেকে A Record তৈরি করে থাকেন তবে তা সেখানে থেকেও ডিলিট করে দিতে হবে। একইভাবে আপনার অন্য সকল প্রাইভেট নেমসার্ভার ডিলিট বা রিমুভ করতে পারেন। নেমসার্ভার আপডেট হতে বা ডিএনএস প্রোপগেশন হতে সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

Read this content in English: What is a Private Nameserver and how to manage them?